UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসির মেয়রের সাথে ভেটেরিনারি সার্জন পেরু গোপালের সৌজন্য সাক্ষাৎ

usharalodesk
এপ্রিল ২১, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস জাপানে ডক্টরেট শেষ করে দেশে এসে প্রয়োজনীয় হোম কোয়ারেন্টাইন শেষ করে বুধবার (২১ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি তার গবেষণার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় মেয়র পেরু গোপালের গবেষণা লব্ধ জ্ঞান দেশের কাজে লাগানোর জন্য বলেন। এ সময় কেসিসি ভেটেরিনারি বিভাগের সকল-কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেসিসির ভেটেরিনারি সার্জন ডাঃ পেরু গোপাল বিশ্বাস ২০১৬ সালে কৃমিসহ নানা বিষয়ে গবেষণার জন্য জাপানে যান। যা জাপার সরকারের সব চেয়ে বড় স্কালারশীপ। দীর্ঘ সাড়ে চার বছর গবেষণা শেষে দেশে ফিরে আবারো কর্মস্থলে যোগদান করলেন।

(ঊষার আলো-এমএনএস)