UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না : দীপ আজাদ

usharalodesk
মার্চ ১২, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

                    কেইউজে’র সদস্যদের সাথে বিএফইউজে’র কোষাধ্যক্ষের মতবিনিময়

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, করোনাকালে আমরা সাংবাদিকদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং সকল সুবিধা-অসুবিধায় সাংবাদিকদের পাশে দাঁড়াবো। কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না। যাদেরকে চাকুরিচ্যুত করা হবে কিংবা বেতন ঠিকমতো দেওয়া হবে না, তাদের ব্যাপারে বিএফইউজে এবং কেইউজে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কেইউজে’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, কেইউজে’র সাবেক সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, কেইউজে’র সাবেক সভাপতি শেখ আবু হাসান, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, বিএফইউজে’র দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, এস এম ফরিদ রানা, কেইউজে’র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, রকিব উদ্দিন পান্নু, শেখ কামরুল আহসান, সুনীল দাস, দিলীপ বর্মণ।
ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল মতিন, অমল সাহা, আবুল বাশার, শামীম আশরাফ শেলী, শেখ আব্দুল্লাহ, দেবনাথ রণজিৎ কুমার রণো, আলমগীর হান্নান, রাশেদুল আহসান বাবলু, দেবব্রত রায়, ওয়াহেদ উজ জামান বুলু, আমিরুল ইসলাম, মিলন হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, সাঈদা আক্তার রিনি, পলাশ দত্ত, দিলীপ পাল, প্রবীর বিশ^াস, তিতাস চক্রবর্তী, নাজমা আক্তার, মিজানুর রহমান মিজান, রিতা রাণী দাস, তৌহিদুল ইসলাম তুহিন, আঃ সাত্তার, মনিরুল ইসলাম সাগর, এস এম বাহাউদ্দিন, আসাফুর রহমান কাজল, শরিফুল ইসলাম বনি, নাজমুল আহসান, হেলাল মোল্লা, তুফান গাইন, সোহেল রানা, আবুল বাশার, সাংবাদিক শেখ মো. সেলিম, কানাই মন্ডল, আমিরুল ইসলাম বাবলু প্রমুখ।
সভায় করোনাকালে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অনুদান প্রদান করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, আগামী বিএফইউজের নির্বাচনে পেশাদার সাংবাদিক নেতৃত্ব তৈরি ও সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক নেতাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(ঊষার আলো-আরএম)