UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে কোপা আমেরিকায় খেলছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা

usharalodesk
জুন ৮, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে ব্রাজিলিয়ান ফুটবলাররা ২০২১ কোপা আমেরিকায় খেলার সবুজ সংকেত দিয়েছেন।

কোপার এবারের আসর মূলত কলম্বিয়া এবং আর্জেন্টিনার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও করোনাভাইরাসের বাজে পরিস্থিতির ফলে কলম্বিয়া সরে দাঁড়ায়। আর কিছুদিন পরে কোভিড-১৯ এর কারণে আর্জেন্টিনাও তাদের নাম তুলে নেয়। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম তোলে। তবে দেশটির করোনা পরিস্থিতিও খারাপ থাকায় ব্রাজিলিয়ান ফুটবলাররা শুরুতে তাতে অনীহা প্রকাশ করেন।

তবে এক স্প্যানিশ গণমাধ্যম থেকে জানা যায়, শিগগিরই ব্রাজিল ফুটবলাররা এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেবেন যে তারা খেলছেন।

তার আগে আর্জেন্টিনাও জানিয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত আসরে তারা খেলবে।

(ঊষার আলো-এফএসপি)