UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কয়েক কোটি টাকার বিনিময়ে টলিউড তারকাদের বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন টলিউড তারকারা। এমন অভিযোগ করেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ।

সোমবার (১৫ মার্চ) দুপুরের দিক ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা মিত্র লিখেছেন—‘জানতে পারলাম বিজেপিতে যোগ দেওয়ার বিনিময়ে প্রত্যেক তারকারা ৭ কোটি রুপি করে নিয়েছেন।’ যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৭৯০ টাকা।

শ্রীলেখার এ পোস্টে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপির তারকা সদস্য রিমঝিম মিত্র মন্তব্য করেন ও শ্রীলেখার কাছে জানতে চান ঠিক কার কথা বলছেন? তারপর অনেকে মন্তব্য করতে থাকেন। এই নিয়ে শুরু হয় বিতর্ক, পরে রিমঝিমের প্রশ্নের উত্তরে শ্রীলেখা মিত্র লিখেন, ‘আমি প্রমাণসহ তোকে নাম জানাব।’

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় গোটা টলিউডই রাজনীতির ময়দানে। একদিকে যেমন তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়। অন্যদিকে রোববার (১৪ মার্চ) বিজেপি প্রার্থী তালিকায় পায়েল সরকার, যশ দাশগুপ্ত ও তনুশ্রী চক্রবর্তীর নাম রয়েছে। তাছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন—‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতো তারকারা।

এমন পরিস্থিতিতে শ্রীলেখা সক্রিয় রাজনীতির পথে পা বাড়াননি । তবে বরাবরই বামরাজনীতিতে বিশ্বাসী তিনি। তাই প্রায় একাধিকবার নিজের ফেসবুকে বামদলের জন্য ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন শ্রীলেখা।

(ঊষার আলো-এফএসপি)