UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালিশপুরে পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ আহত ২, আটক ৩

usharalodesk
জুন ১৮, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নগরীর খালিশপুর তৈয়্যবা কলোনীতে পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ ২ জন আহত হওয়ার ঘটনায় আহত শিল্প পুলিশ মোঃ মুরাদ মিয়া বাদি হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় তিনজন আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত বছর আগষ্ট মাসে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের কাছে একটি কফি হাউজে হাসিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হাসিবের সহযোগী জুবায়ের মারাত্মক আহত হয়। সে হত্যা মামলার আসামিরা সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে। এই ধারাবহিকতায় বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টায় তৈয়্যবা কলোনীর এন/এ ৩২নং নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল আরাফাত। এ সময় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আরাফাতের উপর হামলা করে। আরাফাতের ডাক চিৎকারে পার্শ্ববর্তী তৈয়্যবা কলোনীর মসজিদ ও মাদ্রাসার ম্যাচে থাকা খুলনা শিল্প পুলিশ ৬ এর সদস্য মোঃ মুরাদ হোসেন মিয়া বাহিরে এসে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুত্বর জখম করে। আহত পুলিশ সদস্য মুরাদ ও আরাফাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। পুলিশ ঘটনা স্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাস্তহারা কলোনীর আশরাফ আলী শিকদারের পুত্র মোঃ পলাশ শিকদার (২৫), খালিশপুর দারুল মোর্কারম মাদ্রাসা সংলগ্ন শরিফুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম রাব্বি (২০) ও পিপলস পাঁচতলা সংলগ্ন মকবুল হোসেনের পুত্র রমজান (১৮) কে আটক করে। ঘটনাস্থল ধেকে ২ টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও লোহার রড জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় খালিশপুর থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, শিল্প ও খালিশপুর থাার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এজাহার নামীয় ৩ জনকে আটক করলেও অন্যরা পলাতক রয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান চালছে বলে তিনি জানান।
(ঊষার আলো-এমএনএস)