UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালে অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের দাবি

koushikkln
নভেম্বর ১৬, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের সামনে বাক্স বন্দি অবস্থায় বছরের পর বছর ১০ কোটি টাকা মুল্যের লিনিয়ার অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের জায়গার অভাবে পড়ে থাকায় এবং হার্টের চিকিৎসায় ইকো মেশিন নষ্ট থাকায় একদিকে সরকারের টাকা নষ্ট হচ্ছে অন্য দিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগিরা।

রুগিদের স্বার্থে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ কয়েক বছরের মত পড়ে থাকা লিনিয়ার অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের জন্য অবকাঠামো তৈরির ব্যবস্থা ও হার্টের ইকো মেশিনটি দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আঃ সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, বেগ মফিজুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, জিসান, ইকবাল হোসেন তোহা. জাকির হোসেন চঞ্চল, রফিকুজ্জামান, সাজ্জাদ, আরিফ, আনিসুর রহমান, মুন্নাফ, রুহুল কুৃদ্দুস, আলমগীর, কামরুল, আলাউদ্দিন, মনির, মাসুদ, আবু বক্কার, আজমল প্রমুখ।