UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএর অভিযানে

ফুলবাড়ীগেট প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

২৯ মামলায় ১ লক্ষ ৩৯ হাজার ৫ শ” টাকা জরিমানা আদায়

 বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যানের কঠোর নির্দেশনা ও খুলনা বিভাগের বিআরটিএ পরিচালক জিয়াউর রহমান ইঞ্জিনিয়ারিং এর মনিটরিং মোতাবেক বিআরটিএ খুলনা সার্কেল এর সহকারি পরিচালক প্রকোশলী তানভির আহম্মেদ এর সমন্বয়ে ১৯ এপ্রিল শুক্রবার খুলনার ফুলতলা ও ডুমুরিয়া সহ জেলার বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন,

জেলা হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ফিটনেসবিহীন গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোসহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২৯ টি মামলা ১ লক্ষ ৩৯ হাজার ৫ শ টাকা জরিমানা ও ৬ টি ডাম্পিং করা হয়। অভিযানে বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক ইনপেক্টর মোঃ সাইফুল ইসলাম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।