UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যাদব ঘোষ ডেয়ারিসহ চার প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০হাজার টাকা জরিমানা

koushikkln
এপ্রিল ১৮, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমান আদায় করেছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৬ সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় খুলনা, বিএসটিআই খুলনা এবং সেনিটারী ইন্সপেক্টর বাগেরহাট স্বাস্থ্য কমপ্রেক্স বাগেরহাটদের সমন্বয় টিম খুলনা মহানগরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করাকালীন  মেসার্স ইসমাইল ফুড, বাইপাস সড়ক, সোনাডাঙ্গা, খুলনা এর সত্ত্বাধীকারী মোঃ মোস্তফা কামালকে বিএসটিআই হতে লাইসেন্স না নিয়ে বিস্কুট, রুটি ও কেক বিক্রয় ও বিএসটিআই এর লোগো ব্যবহার করার দায়ে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড, নিউ রতন চানাচুর ফ্যাক্টরী, সোনাডাঙ্গা, খুলনা এর সত্ত্বাধীকারী সিদ্ধেশ্বর রায়কে বিএসটিআই হতে দেয়া মোড়ক নিবন্ধন সনদের শর্তাবলী যথাযথ পালন না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড,  সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী, সোনাডাঙ্গা, খুলনা এর সত্ত্বাধীকারী শংকর ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা ও  সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী, হাদিস পার্ক, খুলনা সদর, খুলনা এর সত্ত্বাধীকারী সমীরণ ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৫ ধারায় ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের নিকট হতে সর্বমোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।