UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সড়ক দুর্ঘটনায় সিটি এসবি’র এএসআই নিহত

koushikkln
এপ্রিল ১৮, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা-মোংলা মহাসড়কে দ্রতগামী যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেলচালক খুলনার সিটি এসবি’র এএসআই মোঃ নাসিম উদ্দিন নিহত ও শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫টা দিকে রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনা সিটি এসবি’র এএসআই নাসিম তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল (খুলনা-হ ১১-৭৩৮৪) যোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিলেন। তারা জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোংলা থেকে রূপসা রূপসাগামী লোকাল রুটের জ্যোতি পরিবহন নামের যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) সাথে সজোরে আঘাত লাগে। এতে মোটর সাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হন। মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়। বাস চালক মোটর সাইকেলটি চ্যাসিসে বাধিয়ে বাস চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে। পরে খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা বাসস্ট্যান্ড থেকে ঘাতক বাসটিকে জব্দ করে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত এএসআই মোঃ নাসিম উদ্দিনকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।