UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিএমএ’র নেতৃত্বে ফের ডা.বাহার- মেহেদী

koushikkln
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলার শাখার নির্বাচনে ডা. শেখ বাহারুল আলম সভাপতি ও ডা. মেহেদী নেওয়াজ সাধারণ সম্পাদক ফের নির্বাচিত হয়েছে। তবে এবার তাঁরা পৃথক দুটি প্যানেল থেকে নির্বাচিত হলেন।

পেশাজীবী সংগঠনটির নির্বাচন নিয়ে চিকিৎসক মহলে বেশকিছু দিন ধরেই নানা মেরুকরণ চলছিল। প্রায় সাত বছর পর অনুষ্ঠিত নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি সমর্থিত ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন বর্জন করে। তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দ্বিধাবিভক্ত হয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডা. শেখ বাহারুল আলম- ডা. জিল্লুর রহমান তরুণ ও ডা. হামিদ আজগর- ডা. মেহেদী নেওয়াজের নেতৃত্বে দুটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে ডা. শেখ বাহার পেয়েছেন ৯২২ ভোট, প্রতিদ্ব›দ্বী ডা. কাজী হামিদ আজগর পেয়েছেন ৭৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ডা. মেহেদী নেওয়াজ পেয়েছেন ৯৭২ ভোট। প্রতিদ্ব›দ্বী ডা. জিল্লুর রহমান তরুণ পেয়েছেন ৭০২ ভোট।

সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ করা হয়। এতে ২ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৭৯ জন ভোট দেন। নির্বাচনে সহ-সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন এ টি এম মঞ্জুর মোর্শেদ, মোল্লা হারুন অর রশিদ ও এস এম শামসুল আহসান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সম্পাদক পদে নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক দেবনাথ তালুকদার রনি, অফিস সম্পাদক এস এম তুষার আলম, প্রচার সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সাংস্কৃতিক সম্পাদক সোহানা সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল হাসান খান, লাইব্রেরি সম্পাদক পলাশ কুমার দে।

নির্বাহী সদস্যেও ১০টি পদে নির্বাচিত হয়েছেন প্রীতিশ তরফদার, ডলি হালদার, পার্থ প্রতিম দেবনাথ, উপানন্দ রায়, মেহেদী হাসান, শেখ আওরঙ্গজেব প্রিন্স, নিরুপম মন্ডল, পরিতোষ কুমার চৌধুরী, মেহেদী হাসান সৈকত ও মিথুন কুমার পাল।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি, একটি সহ-সভাপতি ৫টি সম্পাদক ও ৫টি সদস্যসহ মোট ১২টি পদ পেয়েছে ডা. বাহার-ডা. তরুণ প্যানেল। অপরদিকে সাধারণ সম্পাদক, দুটি সহ-সভাপতি, ৪টি সম্পাদক ও ৫টি সদস্য পদে জয় পেয়েছে ডা. আজগর-ডা. মেহেদী নেওয়াজ প্যানেলের প্রার্থীরা।