UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

koushikkln
জুলাই ১৩, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৩ জুলাই) ৪০ উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা, দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই হাজার উপকারভোগীদের মাঝে ২০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৬০টি পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি মসুর ডাল ও একটি সাবান বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজ (মঙ্গলবার) ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল এবং একশত উপকারভোগীদের মাঝে একশত প্যাকেট শুকনা খাবার বিতরণ করে।