UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 গরীব মানুষদের পূর্ণ রেশনিং ব্যবস্থায় আনার দাবি ওয়ার্কার্স পার্টি

koushikkln
ডিসেম্বর ৩, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ০২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির এক সভা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বেলা ৩টায় মহানগর কমিটির এক সভা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।

এ সময়ে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গীবাদ রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাজনৈতিক জোট ১৪ দলকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি একদিকে যেমন পালন করতে হবে; অপরদিকে দেশের জনজীবনের সংকট লাঘব করতে সকল গরীব মানুষকে পূর্ণ রেশনিং ব্যবস্থায় আনতে হবে।

জেলা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, নির্বাহী সদস্য কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড সন্দীপন রায়, কমরেড আঃ হামিদ মোড়ল।

অপরদিকে মহানগর কমিটির সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য কমরেড এড. মিনা মিজানুর রহমান ও কমরেড দিপংকর সাহা দিপু, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ ইল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।