UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গিলাতলায় বিট পুলিশিং কমিটির মাদক বিরোধী আলোচনা সভা

koushikkln
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানার ৫ নং বিট পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং এর তৎপরতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গিলাতলা দক্ষিনপাড়া পালপাড়া মোড়ে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান। আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য এস এম রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন মাতুব্বর।

বক্তব্য রাখেন খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শতদল মজুমদার, ৫ নং বিট পুলিশিং অফিসার এস আই রোকনুজ্জামান, এস আই পীযূষ দাস , গিলাতলা দক্ষিন পাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী, মোল্লা লোকমান হোসেন, মোঃ নুর ইসলাম, মোঃ জহিরুল, আঃ হক মোড়ল, শাহাজামাল মোল্লা, মোঃ আনোয়ার হোসেন,মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ইদ্রিছ আলী, ইজাবুল মোল্লা, মোঃ সবুজ হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। সভায় গিলাতলা এলাকা থেকে মাদক নির্মূলে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন। এলাকাবাসী পুলিশকে সার্বিক ভাবে সহযোগীতা করবেন বলে আশ্বস্থ করেন। এছাড়া অতিদ্রত এলাকার মাদক পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও সিদ্ধান্ত হয়।