UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরে সাড়ে চার হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছে সরকার

usharalodesk
জুন ৩, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চলতি বছরেই দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছেন সরকার। রবিবার ‘টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন প্রকল্পে’র ইউনিয়ন পর্যায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যবসা-বাণিজ্য, ইন্টারনেটনির্ভর হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমানে দেশের প্রায় ৩ হাজার ৮০০ ইউনিয়নে এরই মধ্যে হাইস্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ শেষ হবে।

(ঊষার আলো- এম.এইচ)