UsharAlo logo
বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক সুজনের মতবিনিমিয়

koushikkln
ডিসেম্বর ৭, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক মত বিনিমিয় সভা মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি এ সভার আয়োজক।

সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু। সুজন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক কৌশিক দে বাপীর সঞ্চলনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গভেষক গৌরাঙ্গ নন্দী, সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, মহিলা পরিষদের সাঃ সম্পাদক রসু আক্তার, পেইভ-এর পিস এ্যাম্বেসেডর নিজাম উর রহমান লালু, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা, হারুন অর রশিদ, রীতা রাণী দাস, শেখ আলী এহসান, খলিলুর রহমান সুমন, নারী নেত্রী ইসমাত আরা হীরা, শেখ আইনুল হক, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে উদ্বাস্তুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। শহরের ওপর চাপ পড়ছে। পরিবেশ ধ্বংস করার কারণে আজ সুন্দরবন হুমকির মুখে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষা কাজ করতে হবে।