UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপ ও কয়রায় অসহায় পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

usharalodesk
জুন ৬, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার কয়রা ও দাকোপে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও ‘বাংলাদেশ কোস্ট গার্ডের তত্তাবধানে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল ও চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় রোববার(৬ জুন) বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী, ছোট আন্টিহারা, মাটিয়াভাঙ্গা, জোড়শিং ও পাতাখালী এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৬শ’ ব্যাগ ত্রাণ সামগ্রী (চাল, ডাল, আটা, ছোলা ও লবন), ১ হাজার ২শ’ বোতল পানি, ৭ হাজার প্যাকেট স্যালাইন, ১০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১৭৮০ প্যাকেট বিস্কুট, ১৮৫টি লুঙ্গি ও ২৪০টি গেঞ্জি এবং বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী ও কালাবগী এলাকায় ৩০৭ ব্যাগ ত্রাণ সামগ্রী (চাল, ডাল, আটা,ছোলা ও লবন), ২৫০ বোতল পানি, ৫হাজার প্যাকেট স্যালাইন, ৫ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৯শ প্যাকেট বিস্কুট, ১২৩টি লুঙ্গি ও ১৫০ টি গেঞ্জি বিতরণ করা হয়। উক্ত সাহায্য সামগ্রী বিতরন কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভ‚ক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপক‚লীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

(ঊষার আলো-আরএম)