UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী সর্বদা কাজ করে চলেছেন : শেখ হারুন

usharalodesk
মে ৫, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে রোজাদার মানুষের মাঝে বুধবার (৫ মে) ইফতার বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারনুর রশীদ। ইফতার বিতরণের পূর্বে উপস্থিত জন সাধারণের উদ্দ্যেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ততদিন এদেশের একটি মানুষও খাদ্যাভাবে জীবণযাপন করবে না। বর্তমান মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত সঠিক পদক্ষেপের কারণে আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা সংক্রমণের হার অনেক কম রয়েছে। দীর্ঘদিন চলা এই মহামারীতে সরকার দেশের নিম্নবিত্ত- নিম্নমধ্যবিত্ত সহ সকল শ্রেণীর মানুষকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করেছে। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আগামী ঈদুল ফিতরের উপহার হিসাবে সাধারণ মানুষের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ প্রদান শুরু করেছে। সবকিছু মিলিয়ে দেশের মানুষ যাতে ভাল থাকে, দেশের মানুষের যাতে জীবণযাপনে কোন অসুবিধা না থাকে এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা কাজ করে চলেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনোরঞ্জন মন্ডল, সদস্য বুলু রায় গাঙ্গুলী, শিউলি সরোয়ার, জামিল খান, জয়ন্তি রাণী সরদার, যুবনেতা সরদার জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা নারায়ন সরকার, মশিবর রহমান, ওবায়দুল শেখ, খান সাইফুল ইসলাম, মিজানুর রহমান বাবু, চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু, সাবেক ছাত্রনেতা সাদিকুর রশীদ অভি, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রেজাউল ইসলাম রেজা, তালিউর রহমান সানি, এসএম শাহারুজ্জামান শাহারিয়ার, দ্বীপ পান্ডে বিশ্ব, বিকাশ হালদার, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, অভি রায়, চিশতি নাজমুল বাসার, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, মিরাজ তালুকদার, ইসমাইল মৃধা ইমন, তনয় খন্দকার ইয়াছিন, শেখ আশিকুজ্জামান আসিক প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)