UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন

koushikkln
জুলাই ২, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো প্রতিবেদক : “বাঙালি সংস্কৃতি ও বাঙালি জাতীয়তাবাদ আমাদের অস্তিত্বের মূল পরিচয়”- ব্যানারে নগরীর দৌলতপুরস্থ খুলনা-যশোর মহাসড়কের উত্তরা ব্যাংক চত্ত্বরে শনিবার (০২ জুলাই) দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জোট সভাপতি শেখ মফিজুর রহমান হিরুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক অধ্যাঃ মাধব কৃষ্ণ মন্ডলের পরিচালনায় সাভার, নড়াইল, রাজশাহীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত শিক্ষক- শিক্ষার্থী নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৫নং ওয়ার্ড কাউন্সিল শেখ মোহাম্মাদ আলী, আফিল উদ্দিন মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আঃ হালিম, দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মহেশরপাশা মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা বাগচী, বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা খন্দকার, মহেশ্বরপাশা কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওন, শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ রানী হিরা, কলেজের শিক্ষক প্রতিনিধি মোস্তফা মনোয়ার রাসেল, মোঃ মনিরুল ইসলাম, প্রতাপ মজুমদার, কাজল পাল, শিক্ষানুরাগী শেখ মোঃ আবুল হোসেন, সাংস্কৃতিক কর্মী ফরহাদ হোসেন মিটন, এম নুরুল ইসলাম নুরু, অধ্যাঃ হাসিবুজ্জামান বাবু, অধ্যাঃ উজ্জ্বল কুমার সাহা, মাহবুবুর রহমান মোহন, তন্ময় গোম্বামী তনু, অনিরুদ্ধ বৈরাগী, তপন মন্ডল, জোবাইদা খানম জেবাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও দৌলতপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

 

দৌলতপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

নগরীর দৌলতপুরস্থ উত্তরা ব্যাংক চত্ত্বরে  শনিবার (০২ জুলাই) বিকালে দৌলতপুর উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মোহনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ফরহাদ হোসেন মিটনের পরিচালনায় সাভার, নড়াইল, রাজশাহীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত শিক্ষক-শিক্ষার্থী নির্যাতন, নিপীড়ন ও হত্যাসহ সম্প্রদায়িক হামলার প্রতিবাদে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, কমিউনিস্ট পার্টি দৌলতপুরের সাবেক সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, অধ্যাপক হাসিবুজ্জামান বাবু, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখা সভাপতি আল আমিন, উদীচী’র আরাফাত হোসেন, সবুজ হোসেন দূর্জয়, জোবাইদা খানম, মারুফ, রিপন হোসেন রবিসহ সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করে।