UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে জাল টাকা তৈরীর মালামাল ২৩টি জাল নোট উদ্ধার, গ্রেফতার ১

koushikkln
জুন ১, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগর এলাকায় অভিযান চালিয়ে ২৩টি জাল নোট ও তৈরীর কাজে ব্যবহৃত মালামালসহ মোঃ জসীম শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ৪টায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামী জসীম কচুয়া ছিটাবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

কেএমপির সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ৪টায় সোনাডাঙ্গা থানাধীন করিমনগরের বাসিন্দা জনৈক মোঃ রেজাউল করিমের বাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ জসীম শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ২৩টি জাল নোট (সর্বমোট ১১ হাজার ৫শ টাকা), ৮ টি কাঠের তৈরী ডাইস বা স্কীন যেটি জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত হয়, ২টি এ্যালুমিনিয়ামের স্ক্যাবার, স্কীন বা ডাইস আটকানোর হার্ডবোর্ড, ৯টি প্লাষ্টিকের কৌটায় পিসিএস প্রিন্টিং ইন্কস, ৮টি প্লাষ্টিকের কৌটায় বিসিএস প্রিন্টিং ইন্কস, ১৮ বান্ডিল সাদা রংয়ের টিস্যু কাগজ, প্লাষ্টিকের লাল বালতিতে ১৭ কেজি গাম, কালো প্লাষ্টিকের ড্রামে ২ কেজি স্প্রিট জাতীয় রোড্সের ক্যামিক্যাল, ১ বান্ডেল ৫শ টাকা ও ১ বান্ডেল ১ হাজার টাকার ছোট ছোট ছাপ দেয়া ফুয়েল পেপার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল জাল টাকা তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহৃত হয়। এই ঘটনায় বুধবার গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের হয়েছে। যার নং ০২,