UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে আ.লীগের বিবৃতি

koushikkln
এপ্রিল ১, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চাঁদ দেখা গেলেই আজ তারাবি কাল রমজান। মুসলিম উম্মাহ’র জন্য সিয়াম সাধনা আর সংযমের মাস রমজান। এই মাসে আল্লাহ পাকের বিশেষ রহমত আর বরকত নাজিল হয়। আল্লাহপাক আশরাফুল মাকলুকাতের সারা বছরের গোনাহকে মাফ করে দেন। প্রত্যেকটি নেক কাজের ভালো ফলাফল হিসেবে ৭০ গুন অথবা অসংখ্য ছওয়াব বা বরকত নাজিল করেন। আমরা যেন কেউই ওই ছওয়াব বা বরকত গ্রহণে ব্যর্থ না হই। পবিত্র মাহে রমজানের পবিত্রতা আর মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রমজানে রোজাদারকে সম্মান দেখাতে কেউ যেন প্রকাশ্যে ধূমপান বা পানাহার না করি সেদিকে সকলকে বিশেষ নজর রাখতে হবে। হোটেল রেস্তোরা দিনের বেলা বন্ধ রেখে রোজাদারকে সম্মান জানানোর জন্য আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।