UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছার ১৫৪টি পূজা মন্ডপে অনুদান প্রদান

koushikkln
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ১৫৪টি পূজা মন্ডপে সরকারি ও এমপি’র ব্যক্তিগত অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ ও অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলার ১৫৪টি পূজা মন্ডপের প্রত্যেকটিতে সরকারি ১৮ হাজার এবং এমপি’র ব্যক্তিগত পক্ষ থেকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, অধ্যক্ষ রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, ডাঃ শংকর দেবনাথ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, বাবু রাম মন্ডল, জগদীশ চন্দ্র রায় ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

।। এমপি বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা ।।

এমপি আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে পাইকগাছার আরো ৩২জন অস্বচ্ছল ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১৬ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, অধ্যক্ষ রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, ডাঃ শংকর দেবনাথ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, বাবু রাম মন্ডল, জগদীশ চন্দ্র রায় ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।