UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বিধিনিষেধ আরোপের ৯ম দিনে ১৮ মামলা

usharalodesk
জুন ১৮, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের পক্ষথেকে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। বিধিনিষেধ আরোপের ৯ম দিন ১৮ মামলা ও জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকালে পৌর সদর, জিরো পয়েন্ট, কাটাখালী বাজার, বাঁকা বাজার, ষষ্ঠীতলা বাজার, বোয়ালিয়া মোড় ও সরল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এর আগে সকালে পৌর সদরসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক। এসব অভিযানে মাস্ক ব্যবহার না করায় ১৮ মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার মোবাইল কোর্টে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা। উল্লেখ্য সম্প্রতি এলাকায় করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা প্রাশাসন ১০জুন থেকে ২১ জুন পর্যন্ত পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে।
(ঊষার আলো-এমএনএস)