UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে প্রশাসন

usharalodesk
জুন ১১, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও পুলিশ। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক ও ওসি এজাজ শফি বিধিনিষেধ কার্যকর করতে পৃথক পৃথক ভাবে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যাবহার নাকরায় কয়েকজনকে আটক এবং জরিমানা করা হয়।

পাইকগাছার আরও খবর দেওয়া হলো- কারামুক্তি দিবস: পাইকগাছা পৌরসভা কৃষকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে পৌর কৃষকলীগের সভাপতি ফারদিন রায়হান জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত কারমুক্তি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব প্রভাষক মুয়নুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইকরামুল ইসলাম সবুজ, আব্দুল্লাহ আল ফারুখ সোহান, সদস্য সচিব শফিকুল ইসলাম মোড়ল, সদস্য খন্দকার রিজভী আহম্মেদ, রমজানুল আবেদিন, মিথুন কুমার মন্ডল, সাঈদ আলী গাজী, আয়ুব আলী, হাবিবুর রহমান, গৌরপদ মন্ডল, শফিকুল ইসলাম, লিপ্টন হোসেন, সামাদ গাজী, আন্দ্রিয় ডি রোজারিও, করিম সরদার, তাপস মন্ডল, কৈলাশ দাশ, পার্থ রঞ্জন মন্ডল, শংঙ্কর কুমার শীল, আবুল কালাম আজাদ, সেলিম গাজী, হুমায়ন কবির, আব্রাহাম সরদার, সিরাজুল ইসলাম, এরশাদ আলী সবুজ, আগষ্টিন সরকার, ফসিয়ার ঢালী, মোশারফ সরদার ও ইব্রাহিম খলিল। এদিকে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে পাইকগাছা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লোনা পানি কেন্দ্র জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, নাফিউর রহমান সয়ন, মাজহারুল ইসলাম মিথুন, অহিদুজ্জামান, ফয়সাল আলম ফাহিম, রসুল গাজী, আব্দুর রহিম, রাকিব হোসেন, নাজমুল হোসেন, খালিদ শাহরিয়ার ও আহাদ গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম।
দেশের কণ্ঠ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী : দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এড.এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খাদিল হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ওসি এজাজ শফি, ওসি অপারেশন স্বপন রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফাকামাল জাহাঙ্গীর। সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আলাউদ্দীন রাজা। বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ রায় ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)