UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকে সত্যনারায়ণ মন্দির কমিটির সিলিন্ডার প্রদান

usharalodesk
জুলাই ৩, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : স্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংকে শনিবার(৩জুলাই) বেলা ১২টায় খুলনা বাজার কালীমাতা মন্দির প্রাঙ্গণে দু’টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। ভয়াবহ করোনা মহামারীকালে করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণার্থে এই অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ স্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির কমিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি ও স্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির কমিটির নির্বাহী ট্রাস্টি গোপী কিষন মুন্ধড়া, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারকুন্ডু সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, স্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির কমিটির ট্রাস্টিগণ যথাক্রমে শরৎ কুমার মুন্ধড়া (লালা), মহেশ আগরওয়ালা, সুরেশ আগরওয়ালা, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ কার্যনির্বাহী সদস্য বাবলু বিশ্বাস, বাসুদেব কর্মকার, তাপস সাহা, শিবু রায়, শিবু ভক্ত, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, অঞ্জন দে, অলোক কুন্ডু, বিদ্যুৎ দাস, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, শ্যামসুন্দর হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, মুকেশ রাম, সনৎ বকসী, বাবু শীল, রবিন দাস, অলোক দে, রাজকুমার শীল, দ্বিপ্র দাস প্রমুখ। উল্লেখ্য, এই মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত রোগীদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। অক্সিজেন সিলিন্ডার পাওয়ার জন্য আক্রান্ত ব্যক্তি/পরিবার সংগঠনের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০ ও হঠলাইন নম্বর ০১৭১১-০৬০৯১৮ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। সাথে সাথে কোনো সহৃদয় ব্যক্তি-পরিবার-প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।

(ঊষার আলো-আরএম)