UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোল্ট্রি শিল্প মালিক সমিতির উদ্যোগে ৮ম দিনের পুষ্টিকর ডিম বিতরণ

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশব্যাপী করোনা কোভিড-১৯ ২য় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউন ও পবিত্র মাহে রমযান উপলক্ষে সর্বসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের নির্দেশনায়, খুলনা জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আয়োজনে রোববার (১৮ এপ্রিল) ৮ম দিন ভ্রাম্যমান পিক-আপে ডালমিল মোড়, কেডিএ এভিনিউ, ময়লাপোতা ও ডিএলও অফিসের সামনে ২৭ হাজার ডিম খুচরা-পাইকারী প্রতিটি ৫ টাকা সুলভমূল্যে খুলনাবাসীর নিকট তুলে দেন বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। এ সময়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রঞ্জিতা চক্রবর্ত্তী, প্রকল্প কর্মকর্তা মোঃ নওয়াজিস খান তারিক, মোঃ আঃ জলিল ও প্রোল্ট্রি সমিতির যুগ্ম মহাসচিব তপন পাল ও বিশ্বজিৎ তরফদার উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)