UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলতলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির আন্দোলনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

usharalodesk
মে ১৬, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা ওয়াশা কর্তৃক ফুলতলা উপজেলার ভূগর্ভস্থ সুপেয় পানি খুলনাবাসীকে সরবরাহ কার্যক্রম বন্ধ ও পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ নিশ্চিতের করার লক্ষ্যে ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ রবিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পানি উত্তোলনের পাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, পরিবেশ বাদি সংস্থা বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য সচিব সরদার শাহাবুদ্দিন জিপপী, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন প্রমুখ। ওয়াশার পরিকল্পনা মোতাবেক ফুলতলা থেকে প্রতিদিন ১ কোটি গ্যালন পানি উত্তোলন করা হলে অত্র এলাকার পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাবে এবং পানি পাওয়া যাবে না অগভীর নলকুপ থেকে। ফলে ক্ষতিগ্রস্থ হবে অত্র অঞ্চলের নার্সারী, মৎস্য খামার, চিংড়ি ঘের, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ। পরিদর্শন শেষে পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ফুলতলার ভূগর্ভস্থ পানি রক্ষার্থে রক্ত দেব তো পানি দেব না এই মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

(ঊষার আলো-এমএনএস)