UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গড়তে সব ধর্মকে সম্মান প্রদর্শন করা উচিত-খুবি উপাচার্য

usharalodesk
জুন ৬, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রবিবার(৬ জুন )বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপাচার্য কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের সমাজবদ্ধ হয়ে ভালোভাবে বেঁচে থাকার একটি পথ হচ্ছে ধর্মের প্রতি আনুগত্য। সব ধর্মেই সত্য, ন্যায় ও কল্যাণের কথা উল্লেখ আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। তিনি মন্দির নির্মাণে প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মন্দিরের সামনে বালু ভরাটের বাকি অংশ কাজ সম্পন্ন করার ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, মন্দির নির্মাণ কমিটির সদস্য প্রফেসর ড. আশীষ কুমার দাস, সদস্য-সচিব কৃষ্ণপদ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সমাপনী বক্তব্য রাখেন মন্দির নির্মাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু। পরে উপাচার্য মন্দিরের চারপাশ ঘুরে দেখেন।

(ঊষার আলো-আরএম)