UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু দেশপ্রেমিক মানুষের মাঝে বেঁচে রয়েছেন : সালাম মুর্শেদী এমপি

koushikkln
আগস্ট ৪, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার,আর এদেশের নির্যাতিত নিপীড়িত উন্নয়ন বঞ্চিত অসহায় মানুষের পক্ষে কথা বলায় অসংখ্যবার তিনি গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে প্রায় (১৪ বছর) কারা ভোগ করেছেন।পরিশেষে ঘাতকের বুলেট তিনি পরিবারসহ শাহাদাৎ বরণ করলেও তার চেতনা ও আদর্শ মরেনি দেশপ্রেমিক মানুষের মাঝে বেঁচে রয়েছেন এবং থাকবেন।আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মেট্রোরেল প্রকল্পসহ সারা দেশে প্রায় (পনের টি) মেগা প্রকল্পের কাজ চলমান।

তেরখাদা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন উপলক্ষে বৃহস্পতিবার (০৪ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে বিকাল তিনটার সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। এর আগে খুলনাস্থ্ রাজনৈতিক কার্যালয় জেলা পরিষদের বরাদ্দ পত্র বিতরণ,সাচিয়াদাহ মাল্টিপারপাস বাজারের নতুন ভবন,কৃষি প্রশিক্ষণ কেন্দ্র,নেবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও তেরখাদা বাজার সংলগ্ন ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন ও শেখ রাজা মিয়ার যৌথ পরিচালনায় মতবিনিময় সভা সহ সকল প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোঃ আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল,রুপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,শেখ জাহাঙ্গীর হোসেন মুকুল,অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,রুপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,মোতালেব হোসেন,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন, এম ফরিদ আহমেদ,মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপির চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,এমপি কো অডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমানী রীচি, শামসুল আলম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ,মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, শেখ ফারুক আহমেদ ,খান সেলিম আহমেদ, শারাফাত হোসেন,এজিএম বাছিতুল হাবিব প্রিন্স,এস এম নাজমুল ইসলাম, ইলিয়াছুর রহমান, জিল্লুর রহমান নান্নু,শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ,আনারুল ইসলাম সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।