UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে বিশ্বের দুই টেক-জায়ান্ট গুগল ও অ্যামাজন।

usharalodesk
মে ৩০, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম দুটি বড় টেক-জায়ান্ট গুগল এবং অ্যামাজন।  নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এই দুই প্রতিষ্ঠানকে বিআইএন দেওয়া হয়েছে।

কোম্পানি দুটি এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সকল আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্নও দেবে।

কাজে এর ফলে ভবিষ্যতে এসকল প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস স্থাপনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ইউটিউবের ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের পথ তৈরি হলো মনে করছেন এনবিআর সূত্র।

(ঊষার আলো-এফএসপি)