UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাম জোটের আঞ্চলিক প্রতিনিধি সভা

usharalodesk
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাম গণতান্ত্রিক জোটের আঞ্চলিক প্রতিনিধি সভা বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সভায় বাম গণতান্ত্রিক জোটের খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, জোটের খুলনার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল।

আলোচনায় অংশ নেন বাসদের কেন্দ্রী সদস্য বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য কাফি রতন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রনজিৎ চট্টপধ্যায়।

আরও উপস্থিত ছিলেন, সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডা: মনোজ দাস, একই সংগঠনের ফারুক হাসান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মাসুদুর রহমান, বাসদের আজাদ রহমান, জনার্দ্দন দত্ত নান্টু, সিপিবি’র এস এ রশিদ প্রমুখ।

(ঊষার আলো-আরএম)