UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেইজিং অলিম্পিক নিয়ে শঙ্কিত ক্রীড়াবিদরা

usharalodesk
এপ্রিল ২২, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সম্পর্কে ক্রীড়াবিদরা শঙ্কিত ও আয়োজকদের এই বিষয়ে স্বচ্ছ হওয়া দরকার বলে জানায় সেন্টার ফর স্পোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস।

সংস্থাটির প্রধান নির্বাহী মেরি হার্ভে বলেছেন, খেলাধুলার জগৎ মানবাধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক সচেতন ও ক্রীড়াবিদ এবং ভক্তরা এখন অনেক প্রশ্ন করছে। চীনে আগামী অলিম্পিক গেমস অনুষ্ঠান নিয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা এমনটি জানতে চাইলে হার্ভে জানান, আমি মনে করছি এ মুহূর্তে তথ্যের অনুপস্থিতিতে এমনটা বলা কঠিন। আমি পরিস্থিতির তথ্য এবং স্বচ্ছতা সম্পর্কে জানতে চাই।

উল্লেখ্য, চীনের উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শীতকালীন অলিম্পিক চীন হতে সরিয়ে নেওয়ার আহ্বান জানায় মানবাধিকার সংস্থাগুলো। কিন্তু চীন মানবাধিকার লঙ্ঘনের কথা বরাবরই অস্বীকার করে আসছে।

(ঊষার আলো-এফএসপি)