UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয় নয় সচেতন হোন, মহামারী করোনাকে জয় করুন

usharalodesk
জুন ৯, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভয় নয় সচেতন হোন, মহামারী করোনাকে জয় করুন। মাস্ক পরিধান করুন, বারবার হাত ধুয়ে ফেলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন ও জনসমাগম এড়িয়ে চলুন। সরকারি নির্দেশ অনুযায়ী টিকা দিন। মনে রাখতে হবে খুলনা মহানগরীতে ক্রমাগত করোনা ভাইরাস আক্রন্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যদের সুস্থ রাখতে হলে মাস্ক পরার বিকল্প নেই। এলাকায় এলাকায় সচেতনতার জন্য স্থানীয় কাউন্সিলর ও নাগরিক নেতৃবৃন্দদের দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। আক্রান্তকারী যেন কোনভাবে বাড়ির বাইরে না বের হতে পারে সেদিকে নজর রাখতে হবে। এসব কথা বললেন জনউদ্যোগ যুব সেলের সচেতনতা সভায় বক্তারা।
বুধবার (৯ জুন) বিকেল ৫টায় জনউদ্যোগ যুব সেলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও সুরক্ষা সামগ্রিক বিতরণপূর্বক স্বাস্থ্যবিধি মেনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রিপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি ছিলেন করেনা যোদ্ধা খুলনা মেডিকেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহানা সেলিম। সভা পরিচালনা করেন অনুপ কুমার মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, সাংবাদিক এ এম রাশীদুল আহসান বাবলু, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, সাংবাদিক এম সাইফুল ইসলাম, প্রণব কুমার মন্ডল, ইসমাম জামান সজল, ইমাম হোসেন সুমন, মোহা: এম এ সাদী, ছন্দা রানী মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খুলনায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এভাবে বাড়তে থাকলে আমাদের প্রিয় নগরী অন্ধকার নগরীতে পরিণত হবে। বক্তারা, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

(ঊষার আলো-এমএনএস)