UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মডার্নার ২৬ হাজার চারশ ডোজ টিকা পৌঁছেছে খুলনায়

usharalodesk
জুলাই ১২, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ঢাকা মেট্রো-শ-১৩-১৪১১) নম্বরের রেফ্রিজারেটর ভ্যানটি রোববার (১১ জুলাই) রাতে খুলনা মহানগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সামনে পৌছেছে। পরে সিভিল সার্জন কার্যালয় ও ভ্যাকসিন বিষয়ক কমিটির কাছে গাড়িতে থাকা মডার্নার ২২টি কার্টুন বুঝিয়ে দেন বেক্সিমকোর সংশ্লিষ্ট কর্মকর্তা।টিকা গ্রহণকালে সিভিল সার্জন কার্যালয়ের ৫ সদস্যের কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, টিকাগুলো দুই হাজার ৬৪০টি ভাওয়ালে রয়েছে। ১টি ভাওয়াল থেকে ১০ জনকে এই টিকা দেওয়া যাবে। অর্থাৎ ২৬ হাজার ৪শ’ জন পাবেন এই টিকা। মডার্নার টিকা গ্রহণকালে সেখানে সিভিল সার্জনের পক্ষে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।বেক্সিমকোর আরএসএম মো. আজিজুল হক জানান, সরকার যুক্তরাষ্ট্র থেকে এই ভ্যাকসিনগুলো আনলেও দেশে বিনামূল্যে সরবরাহের দায়িত্ব পালন করছে বেক্সিমকো কোম্পানি।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার এই টিকা আরও পর্যায়ক্রমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট বয়সী মানুষদেরকে দেওয়া হবে। এভাবেই পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে। টিকা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ শেষ হলে মঙ্গলবার (১৩ জুলাই) থেকেই দেওয়া শুরু হতে পারে। এছাড়া সিনোফার্মের টিকা স্বাস্থ্য ও বিশ্ববিদ্যালয় এবং মেডিক‌্যাল শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হচ্ছে। যা নগরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দেওয়া হয়।

(ঊষার আলো-আরএম)