UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলের নির্মাণকাজ ৬১.৪৯ শতাংশ সম্পন্ন: ওবায়দুল কাদের

usharalodesk
এপ্রিল ২২, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেলের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতির সম্পর্কে এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ হয়েছে।

প্রথম উড়াল মেট্রোরেল ৬ কোচ বিশিষ্ট এবং ২৪ সেট মেট্রোরেলে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, এর মধ্যে গতকাল বুধবার ৬ কোচ বিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরাস্থ ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় মেট্রোরেল সেটের জাহাজীকরণ জাপানে কোবে সমুদ্রবন্দরে বুধবার সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আশা করা যায় আগামী ১৬ জুনের মধ্যেই দ্বিতীয় সেটটি দেশের মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে।

তিনি আরও বলেন, তৃতীয় এবং চতুর্থ মেট্রোরেল সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১১ জুন ও ১৩ আগস্টের মধ্যে মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা আছে। পঞ্চম ট্রেন সেটের জাপান হতে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই এবং দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর।

(ঊষার আলো-এফএসপি)