UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাই

usharalodesk
মে ৩১, ২০২১ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রথমে যাত্রীবেশে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং চালকদের বাসার সামনে ডাকা হয়, তারপর চালককে আটকে রেখে মোটরসাইকেল ছিনতাই করে। এমনই এক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া কাভার্ডভ্যান ডাকাতি চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
এ সময়ের জনপ্রিয় সার্ভিস অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং। ফলে গত কয়েক বছরে রাজধানীতে বেড়েছে মোটরসাইকেল এবং চালকের সংখ্যা।
এসব মোটরসাইকেলকেই টার্গেট করে ছিনতাই চক্র। অ্যাপের মাধ্যমে প্রথমে চালককে মোটরসাইকেলের জন্য অনুরোধ পাঠানো হয়। চালক অনুরোধ গ্রহণ করলে প্রথমে তাদের নির্ধারিত ভাড়া বাসার সামনে ডাকা হয়। এরপর বাসা থেকে কয়েকজন এসে প্রথমে চালকের হাত-পা বেঁধে বাসায় নিয়ে নির্যাতন করে টাকা ও চাবি ছিনিয়ে নেয়। এরপরই ভাড়া নেওয়া বাসা পরিবর্তন করে ফেলে অপরাধীরা।
রাজধানীর মিরপুরে মোটারসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত এই চক্রের ৩ জনকে কেরানীগঞ্জ এবং কামরাঙ্গীচর থেকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, নাটক দেখে উৎসাহিত হয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করেন তারা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তারা মারধর করে, ফ্লোরে ফেলে, পরে হাত পা বেঁধে পকেটের টাকা বাইকের চাবি নিয়ে চলে যায়।

(ঊষার আলো- এম.এইচ)