UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে নগরীতে দোকান পাট শপিংমল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে : বাবুল রানা 

koushikkln
জুন ১৯, ২০২১ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ সব সময়ই দুর্গত মানুষের পাশে থাকে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের দুর্দশায় কর্মহীন এবং অসুস্থ্যদের পাশে থেকে চিকিৎসাসহ আর্থিক সহযোগিতা করেছেন। আজ করোনায় মৃত্যু ও সংক্রমনের হার বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা দিতে হবে।
শনিবার (১৯ জুন) রাত ৮টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় দলের নেতাকর্মী এবং নগরবাসির উদ্দেশ্যে এসব কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবীর, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো: আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এস এম আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মনিরুজ্জামান, মোস্তফা কামাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, আব্দুল হাই পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, চ. ম. মুজিবর রহমান, শেখ আব্দুল আজিজ, ফেরদৌস হোসেন লাবু, শেখ আবিদ উল্লাহ, চৌধুরী মিনহাজ উজ জামাল সজল, মো. সেলিম আহমেদ, আব্দুর রউফ মোড়ল, শেখ জাহিদুল ইসলাম, হাসান ইফতেখার চালু, আতাউর রহমান শিকদার রাজু, শেখ মো. রুহুল আমিন, জিয়াউল আলম খান খোকন, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, জিয়াউল ইসলাম, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, শেখ এশারুল হক, ওয়াহিদুল ইসলাম পলাশ, মো. আসলাম হোসেন, জাকির হোসেন হাওলাদার, আঞ্জুমানোয়ারা বেগম, কাউন্সিলর কনিকা সাহা।

বাবুল রানা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে মানুষের সেবায় সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, মঙ্গলবার হতে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই লকডাউনে প্রত্যেক ওয়ার্ডে স্বেচ্ছাসেবক বাহিনী গঠণ করতে হবে। স্বেচ্ছাসেবক বাহিনী স্ব স্ব ওয়ার্ডে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা করবে। লকডাউন চলাকালে নগরীতে দোকান পাট, শপিংমল, ব্যবসা কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যারা দোকান খুলবে ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা তাদের বন্ধ রাখতে আহবান জানাবে। তিনি আরো বলেন, রবি ও সোমবার দুদিন মানুষ তাদের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কাউন্সিলররা জনগণকে সচেতন হতে মাইকে প্রচার করবে। লকডাউন চলাকালে বাইরে থেকে কোন গণপরিবহন নগরীতে প্রবেশ করবেনা। এই ঘোষণা বাস্তবায়নের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।