UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন সফলে খেটে খাওয়া মানুষের ঘরে খাদ্য দিন : ওয়ার্কার্স পার্টি

usharalodesk
এপ্রিল ২১, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বুধবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস রোধ করতে লকডাউনের যেমন বিকল্প নেই, তেমনি লকডাউন সফল করতে দিন আনা-দিন খাওয়া মানুষের ঘরে খাদ্যের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরী। কারণ খাবার না থাকলে কারু পক্ষেই কোনো বিধিনিষেধ মানা সম্ভব হয় না এটাই বাস্তবতা। আর এই লকডাউন সফল করতে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করতে বাধ্য হচ্ছেন তাও অমানবিক। মনে রাখতে হবে, দিন আনা-দিন খাওয়া নিম্নবিত্ত মানুষের জীবিকার সন্ধানে ঘর হতে বের হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মাঝে-মাঝে কোথাও কোথাও খাদ্যসামগ্রী বিতরণ যা করা হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল ও লোক দেখানোর সামিল। এটা খুবই হতাশা ও দুঃখজনক। সে কারণে নেতৃবৃন্দ সরকারের ঘোষিত কঠোর লকডাউন সফল করতে দিন আনা-দিন খাওয়া নিম্নবিত্ত মানুষের ঘরে খাদ্য সরবরাহের ব্যবস্থা এবং সকল শ্রেণিপেশার মানুষের জন্য ক্রমবর্ধমান বাজারমূল্য স্থিতিশীল রাখতে রেশনিং ব্যবস্থা প্রবর্তনের বাস্তবায়নের জোর দাবী করেন। উল্লেখ্য, রেশনিং ব্যবস্থাই মানুষের কাছে যেমন সঠিকভাবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছানো যায়, তেমনি প্রয়োজনমত দ্রব্যসামগ্রীর হিসাব রাখাও সম্ভব হয়, যা আমরা ইতোপূর্বে বার বার বলেছি। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)