UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি: এমপি বাবু

usharalodesk
মে ২, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার উল্লেখ করে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে দেশের কলকারখানা বন্ধ হয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা চালু হয়। তিনি বলেন, ২০০১ সালে খালেদা সরকার আদমজীসহ দেশের বেশিরভাগ কলকারখানা পানির দামে বিক্রি করে দিয়েছিল। এতে হাজার-হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মজুরী বৈষম্য নিরসনসহ শ্রমিকদের কল্যাণে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। সরকার দেশের বন্ধ থাকা কলকারখানা চালুসহ নতুন-নতুন শিল্প গড়ে তোলায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এমপি বাবু বলেন, শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনাকালীন সময়ে দেশের কোন শ্রমিক যাতে না খেয়ে থাকে এ জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর হাদিসের বর্ণনা দিয়ে মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য মজুরী দিন। কর্মক্ষেত্রে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। তিনি শনিবার (১ মে) দুপুরে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিকলীগ আয়োজিত মহান মে দিবসের আলোচনা ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি আনারুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মনিরুল ইসলাম, মান্নাদে, রথীন মন্ডল, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, মীর সদরুল আমিন, আশরাফুজ্জামান টুটুল, কামরুজ্জামান, শফিকুল ইসলাম, দীপংকর মন্ডর, হাবিবুর রহমান, পশাল, হাসানুর রহমান, হাফিজুর রহমান, বাচ্চু শেখ, শাহীদুর রহমান, স্বপ্নীল আহমেদ, আব্দুল গফফার ও শেখ সেলিম।

(ঊষার আলো-এমএনএস)