UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক ও কর্মচারীদের উদ্যােগে করোনার টিকার নিবন্ধন

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের আওতাধীন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাসেবা, চিত্তবিনোদনসেবা এবং শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে থাকে।

এর অংশ হিসেবে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের উদ্যোগে খুলনার রূপসা শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ প্রতিরোধে করোনার টিকা গ্রহণের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও চিকিৎসা চলছে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান আজ (বুধবার) নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।

৬০ জনসহ অদ্যাবধি দুইশত ৫০ জন শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অনলাইনে নিবন্ধন করেছে। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তর বয়রা, খুলনা; শিল্প সম্পর্ক শিক্ষায়তন মীরেরডাঙ্গা, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, খালিশপুর এবং সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, মোংলায় বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও চিকিৎসা চলমান রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)