UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার শাওনের লাশ ছিনতাই করতে চেয়েছিল : অভিযোগ বিএনপির

koushikkln
সেপ্টেম্বর ৩, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের রাজনৈতিক পরিচয় ছিনতাই প্রচেষ্টার অভিযোগ এনে খুলনা বিএনপি নেতারা বলেছেন, তাঁর আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘন্টা বেজে উঠেছে। সারা দেশে রাজপথে প্রতিটি কর্মসূচিতে বিএনপির লাখো নেতাকর্মীর উপস্থিতি জানিয়ে দিচ্ছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। একটি হুইসেল বাজা মাত্র গণঅভ্যূত্থানের মাধ্যমে খুনী, জালেম, লুটেরা সরকারকে উৎখাত করা হবে।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যা, নেত্রকোনা ও মানিকগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ভোলার ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন সহ প্রতিটি হত্যাকান্ডের বদলা নেয়া হবে। চাইনিজ রাইফেলের গুলিতে শাওনকে যারা হত্যা করেছে প্রতিটি ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে। বিএনপির যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কোন ধরণের বাঁধা প্রদানের চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। একতরফা ভোটের মাধ্যমে সরকার আবারও ক্ষমতা দখলের পায়তারা করছে অভিযোগ করে বক্তারা বলেন, ২০১৪ ও ২০১৮র পুনরাবৃত্তি আর এ দেশে ঘটবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দেয়া মাত্র সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত যুদ্ধ শুরু হবে।

মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জুলফিকার আলী জুলু, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, পাইকগাছা উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, মহানগর শ্রমিক দল সভাপতি মুজিবর রহমান, জেলা কৃষক দল সভাপতি মোল্লা কবির হোসেন, মহানগর কৃষক দল সভাপতি আকতারুজ্জামান সজীব তালুকদার, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। সমাবেশের শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামসুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শেখ আসগার আলী, কে এম হুমায়ুন কবির, মোঃ হাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, আনিসুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজমুস সাকির পিন্টু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, হাবিবুর রহামন বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, হাসানউল্লাহ বুলবুল, সেলিম সরদার, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, সাইদুজ্জামান খান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, মল্লিক আব্দুস সালাম, নাসির খান, মনির হাসান টিটু, আব্দুস সালাম, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, শাহাদাত হোসেন ডাবলু, নাজমুল হুদা চৌধুরী সাগর, গাজী আব্দুল হালিম, ফারুক হোসেন হিল্টন, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, আনোয়ার হোসেন আনো, শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, আনজিরা খাতুন, এ্যাড. হালিমা আক্তার খানম, নিঘাত সীমা, সালমা বেগম, মঞ্জুয়ারা বেগম, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, রশিউর রহমান রুবেল, সৈয়দ ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতউল্লাহ দীপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আজাদ আবুল কালাম, তাঁতী দলের আবু সাঈদ শেখ, ওলামা দলের মাওলানা ফারুক হোসাইন।
এদিকে সমাবেশ শুরুর অনেক আগে থেকে এবং সমাবেশ চলাকালে মহানগরী ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একের পর এক বিশাল বিশাল মিছিল এসে কর্মসূচিতে যোগ দেয়।