UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সহনশীল ভূমিকা পালন করতে হবে

usharalodesk
সেপ্টেম্বর ৫, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা শান্তিপূর্ণ সহাবস্থানকে অশান্ত করতে নানা চক্রান্ত করছে। তাদের থেকে সকল অসাম্প্রদায়িক মানুষকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধু’র সেই সম্প্রীতিকে জিয়া মোস্তাক তাহের ঠাকুর নষ্ট করেছিলো। আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পিতার রেখে যাওয়া সম্প্রীতিকে জাতিবর্ণ নির্বিশেষে সবার সাথে অটুট বাঁধনে বাঁধতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোন অবস্থাতে এই সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে যাকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই দলের সকলকে কাজ করতে হবে।

মেয়র বলেন, শেখ হাসিনা আমাদের অভিভাবক তিনি যা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত যারা মানবে না তারা দলের সদস্য থাকতে পারবে না। সুতরাং যারাই নৌকার বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার হবে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুর রহমান মুন্না, এ্যাড. অলোকা নন্দা দাস, বীরমু্িক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশাররফ হোসেন, আব্দুল্লাহ হারুন রুমি, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান সাগর, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল।

সভায় মহানগর পূজা পরিষদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামকে আহবায়ক, এ্যাড. আইয়ুব আলী শেখকে সদস্য সচিব এবং শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. সফিকুর রহমান পলাশ ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটোকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করার সিদ্ধান্ত হয়।

সভায় মহানগরের যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনকে আহবান জানানো হয়।

সভায় ৩৩নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিন তারিখ আপাতত স্থগিত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পরবর্তীতে দিন তারিখ জানিয়ে দেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)