UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আক্রান্তের সব রেকর্ড ছাড়ালো ভারত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ৯৮০

usharalodesk
মে ৭, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে পুরো ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছে না দেশটি। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখ ১২ হাজার ২৬২ জনের দেহে নতুন করে এই ভাইরাস ধরা পড়েছে। মারা গেছে আরও ৩ হাজার ৯৮০ জন।
এ নিয়ে ভারতে করোনার মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ সাড়ে ৭৭ হাজার ৪১০ জন। এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৩০ হাজার ১৬৮ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী।
গত ২৮ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ মারা যাচ্ছে এই করোনাভাইরাসে। এছাড়া গত বৃহস্পতিবার দেশটিতে ৪ লাখের বেশই মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৮০ হজার ৮৪৪ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এবং এখনও ৩ কোটি ৫ লাখ ৬৬ হাজার ৩৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত ১৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৯৯ জন মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এদিকে বিশেষজ্ঞদের মতে দেশটিতে মহামারির তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিতে হবে।

(ঊষার আলো- এম. এইচ)