UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে বন্ধ সমুদ্রে মৎস্য আহরণ; পাইকগাছায় জনসচেতনতামূলক প্রচার

usharalodesk
মে ১৯, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা : আগামীকাল বৃহস্পতিবার (২০ মে) থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ বন্ধ হচ্ছে। ইতোমধ্যে সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে সমুদ্রে মৎস্য আহরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবন সংলগ্ন খুলনার পাইকগাছায় মাইকিং করে মৎস্য আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের প্রজননের সুবিধার্থে সরকার সামুদ্রিক মৎস্য আইন ২০২০ প্রণয়ন করে। এ আইনের আওতায় বছরের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সকল প্রকার যান্ত্রিক, অযান্ত্রিক, নৌযান দ্বারা সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ের মধ্যে সকল ধরণের মৎস্য আহরণ সামুদ্রিক আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, অত্র উপজেলায় ৪ হাজার ৮৬৩ জন নিবন্ধনকৃত জেলে কিংবা মৎস্যজীবী রয়েছে। নিষিদ্ধ এ সময়ের মধ্যে এরা যাতে সমুদ্রে মৎস্য আহরণ থেকে বিরত থাকে এবং সবাইকে অবহিত করতে বুধবার পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট এ সময়ে নিবন্ধনকৃত প্রত্যেক জেলে পরিবার সরকারিভাবে ৮৭.৫ কেজি (চাল) খাদ্য সহায়তা পাবে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)