UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংক্রমণ রোধে পৌরসভাসহ ৫ ইউনিয়ন কঠোর লকডাউনের সুপারিশ

usharalodesk
জুন ৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা : পাইকগাছায় ভয়াবহতার দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় উদ্বেগজনকহারে বেড়েছে সংক্রমণের হার। চলতি মাসের গত ১ সপ্তাহে ২১ জনের করোনা সনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সোমবার (৭ জুন) বিকালে জরুরী সভা করেছে। সভায় পৌরসভা ও ৪টি ইউনিয়ন লকডাউন করার জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির নিকট অনুমতি চেয়ে সুপারিশ চেয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, এ পর্যন্ত ৮ শতাধিক লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২৫৬ জনের কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৬ জন। যার গড় সনাক্তের হার ৩২% এবং মৃত্যু হার ৩%। মাস্ক ব্যবহারে উদাসিনতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় সাম্প্রতিক সময়ে সংক্রমনের হার অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি জুন মাসের প্রথম সপ্তাহে ২১ জনের পজেটিভ সনাক্ত হয়েছে উল্লেখ করে ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, যে সব এলাকায় সংক্রমণ বেড়েছে সংক্রমন রোধে এলাকা ভিত্তিক লকডাউন করার কোন বিকল্প নাই। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, করোনা পরিস্থিতি খুব ভয়াবহতার দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সংক্রমন রোধ করার লক্ষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা, কপিলমুনি, চাঁদখালী, রাড়ুলী ও লস্কর ইউনিয়ন কঠোর লকডাউন করার সুপারিশ করে তা অনুমোদনের জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির নিকট পাঠানো হয়েছে। জেলা কমিটি এটি অনুমোদন করলে ৯ জুন থেকে ১৫ জুন ওই সব এলাকায় কঠোর লকডাউন কার্যকর করা হবে। সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, দূরপাল্লা সহ সব ধরণের বাস ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ, পৌরসভা, চাঁদখালী, কাঁটাখালী, কপিলমুনি ও বাঁকা বাজার কঠোর লকডাউন করা পাইকগাছা এবং কপিলমুনির কাঁচা বাজার মাঠে স্থান্তর, সীমান্তবর্তী বাঁকা ও বড়দল ব্রীজ দিয়ে অনুপ্রবেশ বন্ধ, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঁচা বাজার, ঔষধ, কৃষিদ্রব্য, মুদি ও নির্মাণ সামগ্রীর দোকান খোলা রাখা এবং অন্যসব দোকান পাট বন্ধ রাখা, হোটেল বিকাল ৪টার পর বন্ধ রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকারের সেবা প্রদান ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, এসআই তাপস দত্ত, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক জিএম জাহিদুর রহমান, উত্তরণের সেন্টার ইনচার্জ মাহফুজা সুলতানা, সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন ও নাজমুল বাশার।

(ঊষার আলো-এমএনএস)