UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ’র গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সেবা প্রদান

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে গ্রামগুলোতে করোনার (কোভিড-১৯) টীকা আগামী মাস থেকে দেওয়া শুরু হবে। বিনা মূল্যে টিকার নিবন্ধন করতে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সেবাদান কার্যক্রম শুরু করেছে অগ্রপথিক সাচিয়াদহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

সংগঠনটি ইতিমধ্যে সুরক্ষা অ্যাপ বা (Surokkha.gov.bd) এর মাধ্যমে Online এ করোনা ভাইরাস দুই শতাধিক টীকা রেজিস্ট্রেশন ফ্রি সম্পন্ন করেছে। এ কার্যক্রমের পাশাপাশি টীকা নিবন্ধনকারীদের ফ্রি মাস্ক ও হ্যন্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

গত ২৩ জুলাই থেকে পরবর্তী ২৯ তারিখ এক সপ্তাহব্যাপী সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত একযোগে সাচিয়াদহ পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন, মধ্যপাড়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গন ও পশ্চিমপাড়া তে-মাথা দোকানের সামনে অগ্রপথিক স্বেচ্ছাসেবী সংগঠনের টিম কোভিড-১৯ টীকা রেজিস্ট্রেশন ফ্রি কার্যক্রম পরিচালনা করতে উপস্থিত থাকবে।
(ঊষার আলো-এফএসপি)