UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘গা কেন জ্বলে কিছু মানুষের?’

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এ ফেসবুক পাতায় বিজ্ঞাপণ দিলে লক্ষ লক্ষ টাকা কামাতে পারতাম। যে সময় নিয়ে বই লিখি তা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচার দিলে অথবা কন্সালটেন্সি করলে তারচেয়েও কমপক্ষে ১০ গুণ টাকা উপার্জন করতে পারতাম।

কাজেই গল্প-উপন্যাস আমি টাকার জন্য লিখি এটা ভাবার কোন কারণ নেই। লিখি শুধু আপনাদের পড়ার জন্য। নিজের সৃষ্টি কে না শেয়ার করতে চায়। আর সেটা করছি নিজের পাতায়।

তবে এতে গা জ্বলে কেন কিছু মানুষের?

(ফেসবুক থেকে সংগৃহীত)

(সূত্র বিডি প্রতিদিন)

(ঊষার আলো -এফএসপি)