UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনার মানববন্ধন-সমাবেশ

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িকগোষ্ঠী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, মন্দির ভাংচুর ও নারী নির্যাতনসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  বুধবার (২৪ মার্চ ) খুলনা পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ।

খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের হুইপ বাবু পঞ্চানন বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন, জেলা শাখার সভাপতি বাবু বিমান বিহারী রায় অমিত, বিশেষ বক্তা ছিলেন মহানগর মাখার সাধারন সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বক্তৃতা করেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, গোপি কিষান মুন্ডরা, কেন্দ্রীয় উপদেষ্টা অরবিন্দু সাহা, শ্যামল সিংহ রায়, সমর কুন্ডু, হিইবার্ট গোমেজ, বাবলু দোবে, মিঃ সেরাফিন জে বৈরাগী, এড. নব চক্রবর্তী, শ্যামল রায়. এ্যাড. ঈরিমল রায়, শ্রীমন্ত অধিকারী রাহুল, রনজিৎ ঘোষ, প্রশান্ত দাস, শিবু রায়, প্রকাশ মল্লিক, গোপাল ঘোষ, স্বপন কৃষ্ণ বিশ্বাস, বিপুল পোদ্দার, প্রভাষক দিপঙ্কর দাশ, রঘুনাথ ঘোষ কালা, নিলয় মুখার্জি, বিশ্বজিৎ দে সরকার, গোপাল চন্দ্র দে, অশোক সাহা, প্রভাষক গৌতম কুন্ডু, বিপ্লব দাশ, বলরাম ঘোষ, সুখ দেব ঘোষ, গণেশ চন্দ্র পাল, সাংবাদিক বিমল সাহা, প্রভাষক বিপ্লব শিকদার, অভিজিৎ বিশ্বাস, নারায়ন চন্দ্র মন্ডল, মিলন কান্তি দে, মিন্টু াঢ্য, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, বিধান চন্দ্র ঘোষ, উজ্জল দাশ, মুক্তি রায়, শিউলী চক্রবর্তী, ভবতোষ ঘোষ, সঞ্জিত বসু, আনন্দ কুমার স্বর, অনিমেষ কুমার সাহা, গোবিন্দ মল্লিক, পাথুয়েল সরকার মাএকল, রামচন্দ্র পোদ্দার, অসিত চক্রবর্তী, সুকুমার সেন, সুকান্ত সেন, নিখিল কুমার বিশ্বাস, দিলিপ চন্দ্র বিশ্বাস, চন্দন দত্ত, তপন হালদার, নিলমনি পাল, রবার্ট সিক্সন ঘোষ, বিশ্ব^জিৎ দে মিঠু, গৌরাঙ্গ সাহা, রাজ কুমার হেলা, ননী গোপাল বিশ্বাস, সঞ্চিতা রায়, লিপিকা দাশ, সাংবাদিক দেবব্রত রায়, অশোক কুমার দাশ, অধ্যাপক প্রণব কর, অলোক সাহা, স্বপন রায়, ডাঃ জয়দেব সরকার, কৃষ্ণপদ বিশ্বাস, শিপ্রা ঘোষ, দিলিপ সাহানী, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল প্রমুখ। মানব বন্ধন অনুষ্ঠানে সংহতি প্রকাশ কেরন ওয়ার্কাস পার্টির নগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকন, দৌলতপুর নাগরিক সোসাইটির সভাপতি নাজমুল হাসান ফুলু, কৃষক লীগ নেতা গোলাম মোস্তফা কবীর প্রমুখ।

(ঊষার আলো-আরএম)