UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে আজ (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এর আগে, সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিমউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হোসেন, হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান , অধ্যক্ষ প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আল মামুন  প্রমূখ। এছাড়া, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী ফ্রি মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং পরিচালিত হবে।

গাজী মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান সাইকিয়াট্রি ডা. মোছা. শাম্মী আক্তার, তার বক্তব্যে দেশের মানসিক রোগ সংক্রান্ত নানা কথা তুলে ধরেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৯২ সাল থেকে প্রতি বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে।

(ঊষার আলো-আরএম)