UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবলোক-ওয়াটার এইডের টয়লেট ও হাইজিন ব্যবহার বিষয়ক কর্মশালা

koushikkln
ডিসেম্বর ৭, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর খুলনা সিটি ইন্টারন্যাশনালে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ৪০টি স্কুলের প্রায় ৭৫ জন শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে নবলোক ও ওয়াটার এইডের উদ্দ্যোগে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত টয়লেট ও সঠিক হাইজিন চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক এ, এস, এম আব্দুল খালেক, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমীন, থানা শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুমানাই ইয়াসমিন, মোঃ আব্দুল মমিন, ওয়াটার এইডের প্রগ্রাম ম্যানেজার বাবুল বালা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের টয়লেট ও হাইজিন চর্চার নিশ্চিত করার জন্য উপস্থিত শিক্ষকদের নির্দেশ দেন এবং সহযোগীতা করার জন্য নবলোক ও ওয়াটার এইডকে সাধুবাদ জানান। বিদ্যালয়ের স্বাস্থ্য সম্মত টয়লেট, হাইজিন রক্ষনাবেক্ষন ও ব্যবহারে শিক্ষার্থীরা নিরাপদ ও উপস্থিতি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।