UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪১তম শাহাদাৎবার্ষিকীতে ১১দিনের কর্মসুচি

koushikkln
মে ২১, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জনস্বার্থ বিরোধী লুটেরা, খুনি ও হিংসাপ্রবণ সরকার আজ আমাদের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এদের ক্ষমতাচ্যুত করা ছাড়া জনগণের মুক্তি নেই। তাই দেশবাসী জনবান্ধব দেশপ্রেমিক দল বিএনপির দিকে চেয়ে আছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে জন আকাক্সক্ষা পূরণে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। তারা বলেন, বর্তমান সরকারের ভয়াবহ লুটপাটে অর্থনীতি ইতিহাসের সবচেয়ে ভঙ্গুর অবস্থায়। এই পরিস্থিতি উত্তরণে আন্দোলনের বিকল্প নেই। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উচ্ছেদ করেই আসন্ন ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে হবে। না হলে চরম খেসারত দিতে হবে গোটা জাতিকে। সাধারণ জনগণ নিজের ভোটটিও দিতে পারে না উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, দিনের ভোট রাতে লুট করে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখে দেশকে চরম নৈরাজ্যে নিমজ্জিত করেছে। ক্ষমতার অহংকারে তারা এতটাই নিচে নেমেছে যে প্রধানমন্ত্রীও অহরহ বেফাঁস কথা বলছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালনের লক্ষ্যে শনিবার (২১ মে) বেলা ১১টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ,  স ম আব্দুর রহমান, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু ,শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, জালাল শরীফ, শেখ জাহিদুল ইসলাম, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর  রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, এড. মাসুম রশিদ, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী বাবু. শরিফুল আনাম,  মো. আব্দুল হালিম, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম তারেক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান.আজিজা খানম এলিজা, সদস্য মাসুদ খান বাদল. ইঞ্জি. নরুল ইসলাম
বাচ্চু, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, শফিকুল ইসলাম শাহীন, আব্দুল আজিজ
সুমন, জাহিদুর রহমান রিপন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাস, ইউসুফ মোল্লা, মুনতাসীর আল মামুন, মনিরুজ্জামান মনি, এম এম জসিম, সানিন চৌধুরী, শাহানাজ সরোয়ার, কাওসারী জাহান মঞ্জু, আরিফা আশরাফী চুমকী, ময়না প্রমুখ।

সভা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১১দিনের  কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ৩০ মে
কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, ক্রোড়পত্র প্রকাশ, রক্তদান কর্মসুচি, মসজিদে মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনা, দুঃস্থদের মাঝে খারাব বিতরণ, সেমিনার,
চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রত্যেকটি অঙ্গসংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি
পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।